নিয়োগ বিজ্ঞপ্তি
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর বিভিন্ন ডিভিশন/বিভাগ/কার্যালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং তাদের পোষ্যদের চিকিৎসা সেবা প্রদানের জন্য চুক্তিভিত্তিক ‘মেডিক্যাল রিটেইনার’ নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১. পদের নামঃ মেডিক্যাল রিটেইনার (পূর্ণকালীন)
পদ সংখ্যাঃ ০৩ জন
সময়ঃ সকাল ০৯ঃ০০ ঘটিকা হতে বিকাল ০৪ঃ০০ ঘটিকা
কর্মস্থলের নামঃ
ডিভিসন/বিভাগসমূহঃ ডেমরা কার্যালয়-ডেমরা, মেঢাবিবি-৫ ও মেঢারাবি-৫ (সোবহানবাগ), পরিবহন বিভাগ (মিরপুর)।
২. পদের নামঃ মেডিক্যাল রিটেইনার (খন্ডকালীন)
পদ সংখ্যাঃ ০৭ জন
সময়ঃ সকাল ০৯ঃ০০ ঘটিকা হতে বিকাল ১২ঃ৩০ ঘটিকা
কর্মস্থলের নামঃ
আঞ্চলিক কার্যালয়সমূহঃ আবিবি-সাভার, আবিবি-ময়মনসিংহ, আবিবি-গাজীপুর, আবিবি-নরসিংদী, জোবিঅ-জিনজিরা, জোবিঅ-মুন্সিগঞ্জ ও জোবিঅ-ভৈরব।
উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সরকার অনুমোদিত মেডিকেল কলেজ হতে এম.বি.বি.এস পাস। প্রার্থীকে ০১ বছরের ইন্টার্নী ও যেকোনো সরকারী/আধা সরকারী/স্বায়ত্তশাসিত/ বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে ০১ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন ২০২৪ পর্যন্ত নবায়নকৃত হতে হবে।
গুরুত্বপুর্ণ তারিখ সমূহঃ
আবেদন শেষঃ ২৪ জুন, ২০২৪
আবেদন ফরমঃ bit.ly/titasForm
বিস্তারিতঃ



