নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (বিজেআরআই) এর নিয়োক্ত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
১. পদের নাম: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (স্থায়ী)
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৫০০০০ – ৭১২০০ টাকা (গ্রেড-৪)
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সহ ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি)/ (টেক)/এম, এস/ এম, এস, এস, সি, সহ সংশ্লিষ্ট কাজে অবদান সহ ১০ বৎসরের অভিজ্ঞতা। ৮টি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বাঞ্ছনীয়। উচ্চতর যোগ্যতা অগ্রাধিকারযোগ্য।
২. পদের নাম: ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (স্থায়ী)
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৩৫৫০০ – ৬৭০১০ টাকা (গ্রেড-৬)
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি)/ (টেক)/এম, এস/ এম, এস, এস, সি, সহ সংশ্লিষ্ট কাজে অবদান সহ ৫ বৎসরের অভিজ্ঞতা। ৩টি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ প্রকাশনা অগ্রাধিকারযোগ্য।
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৫০০০০ – ৭১২০০ টাকা (গ্রেড-৪)
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সহ ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি)/ (টেক)/এম, এস/ এম, এস, এস, সি, সহ সংশ্লিষ্ট কাজে অবদান সহ ১০ বৎসরের অভিজ্ঞতা। ৮টি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বাঞ্ছনীয়। উচ্চতর যোগ্যতা অগ্রাধিকারযোগ্য।
৩. পদের নাম: ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (অস্থায়ী)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৩৫৫০০ – ৬৭০১০ টাকা (গ্রেড-৬)
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি)/ (টেক)/এম, এস/ এম, এস, এস, সি, সহ সংশ্লিষ্ট কাজে অবদান সহ ৫ বৎসরের অভিজ্ঞতা। ৩টি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ প্রকাশনা অগ্রাধিকারযোগ্য।
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ :
আবেদন শুরু: ১২ মে, ২০২৪
আবেদন শেষ: ১২ জুন, ২০২৪
আবেদন ফরম: http://old.mopa.gov.bd/uploads/2017/archive/forms/admin1-2014-01.PDF\
বিস্তারিত:


